বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরাসরি হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ছাত্রলীগের সাবেক-বর্তমান সভাপতি ও সেক্রেটারির ছাত্রত্ব বাতিলসহ ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার( ২১ ডিসেম্বর) জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের প্রেক্ষিতে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে প্রদত্ত শাস্তি প্রদানের সুপারিশ ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, রাবি ছাত্রলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, আসাদুল্লা-আল-গালিব,সাবেক ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের জয়ন্ত কুমার রায় ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মিশকাত হাসান।
তাছাড়া ৫ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, ৪ জনকে ১ বছরের জন্য বহিষ্কার, ২ জনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার, ১ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, সমাজকর্ম বিভাগের শামীম রেজা (আইডি-২০১০৩৪৪১৮৫), আব্দুল্লাহ আত তাসরীফ (আইডি-২০১০২৪৪১৮১), মিনহাজুল ইসলাম (আইডি-২০১১২৪৪১৮৬), মুজাহিদ আল হাসান (আইডি-২০১০২৪৪১১০) ও আরবি বিভাগের ২০১৮-২০১৯ সেয়াহনের আরিফুল ইসলাম।
সমাজকর্ম বিভাগের আলফি শাহরিন আরিয়ানা (আইডি-২০১২১৪৪১৫০), জারিফা আহনাফ ইলমা (আইডি-১৯১২১৪৪২০৩), প্রাণিবিদ্যা বিভাগের আহসানুল হক (মিলন) (আইডি-২২১০৬৫৯১৫৪) ও দর্শন বিভাগের ২০১৮-২০১৯ সেশনের কিশোর পালকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
৬ মাসের জন্য সমাজকর্ম বিভাগের আনিকা আলম উষা (আইডি-২২১২১৪৪১৪০) ও মরিয়ম আক্তার শান্তাকে (আইডি-২২১২৩৪৪১৬১) বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি মার্কেটিং বিভাগের অন্তর বিশ্বাস (আইডি-২০১০৭৩৫১০৮) কে ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়াও ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল ও ৫ জনের মুচলেকা প্রদানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৫ জন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত অপরাধের জন্য শাস্তি প্রদান করা হলেও অধিকতর তদন্ত সাপেক্ষে পুনরায় তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দীন//বিএন