রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) গ্রীন ভয়েসের সদস্যরা নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে আজ বুধবার(৫জুন)বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস এই প্রত্যয় বুকে ধারণ করে আজ বিকাল ৬টায় রাবি ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করেন।
কর্মসূচির উদ্বোধন করেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর, পরিবহন মার্কেট , বুদ্ধিজীবী চত্বর এবং এর আশেপাশে উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।
এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবার মাঝে সচেতনতা সৃষ্টির জন্য পদযাত্রা এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড বন্ধ করতে শান্তি পূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিবেশ দিবস উপলক্ষে “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।” এই শিরোনামে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে আয়োজিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং অধ্যাপক ড. আনিসুজ্জামান। গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব।
অঅন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাবি শাখার পরিবেশ বিষয়ক উপকমিটির আহবায়ক রিফাত ও গ্রীন ভয়েস রাবি শাখার প্রায় ৩০ জন সদস্য।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়