রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারটি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার(৭সেপ্টেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব কর্তৃক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার ।
নবনিযুক্ত প্রাধ্যক্ষ ও হলগুলো হচ্ছে মতিহার হলে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. লাভলী নাহার ও শহীদ হবিবুর রহমান হলে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান।
নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন বলে জানান জনসংযোগ দপ্তর।
উল্লেখ্য হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করলে পদগুলো শুন্য হয়ে পড়ে।