রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সম্প্রতি বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় রাবি ছাত্রদলের উদ্যোগে ৫টি আবাসিক হলে কার্বলিক এসিড প্রয়োগ করা হয়েছে।
সোমবার (২৮অক্টোবর) রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালনা করা হয়।
আবাসিক হলগুলো হলো, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ সামসুজ্জোহা হল, শের ই বাংলা একে ফজলুল হক হল, মতিহার হল এবং শেখ মুজিব হল।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ইতিবাচক ছাত্ররাজনীতি করতে আমরা রাবি শাখা ছাত্রদল বদ্ধপরিকর, এরই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে আমরা কার্বলিক এসিড প্রয়োগ করেছি। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য হলেও তা প্রয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় ছাত্রদল বরাবরের মতো তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাকবীর আহমেদ ইমন, ছাত্রনেতা জাকির হোসেন, শাহরিয়ার সবুজ, রায়হান ইবনে তাহের, ইমন, পিএম রায়হান, সৈয়দ সাজহারুল ইসলাম সাজু, ফারুক সরকার ,শাহরিয়ার, মাহিন, আরাফাত,মেহেদী হাসান জেমস, সারোয়ারসহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীবৃন্দ।