রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শ্রেণি কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ৯ নভেম্বর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দুটো ডিপার্টমেন্টের (সিএসই ও ম্যানেজমেন্ট) ৭৫ জন শিক্ষার্থী নিয়ে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিতর্ক চর্চা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নিয়মিত বিতর্ক চর্চার জন্য বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করে। ক্যাম্পাসে বিতর্ক চর্চা বৃদ্ধির জন্য ২০২৩ সালের ২৮ জুলাই একদল উদ্যমী শিক্ষার্থী একত্রিত হয়ে বিতর্ক ক্লাব গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়। তারপর থেকে ক্যাম্পাসে তারা বিভিন্ন সময় বক্তব্য প্রতিযোগিতা, পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করে আসছে।
২০২৩ সালের ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালে শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ করে।
রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ১ম কার্যনির্বাহী পরিষদ গঠন, স্লোগান নির্ধারণ,প্রতীক নির্ধারণ, সংবিধান তৈরিসহ সংগঠনকে এগিয়ে নিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আহ্বায়ক কমিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আয়নুল ইসলাম কে আহ্বায়ক ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ সামসিদ দোহা উৎস কে সদস্য সচিব করে এ কমিটি প্রকাশ করা হয়।
৭ সদস্যের এই কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক সঞ্চিতা চক্রবর্তী, আলিফ সাঈদ ফাতিক, সদস্য মোঃ মাহবুব উল্যাহ লিমন, মায়মূনা মুসাররাত, নকীবুল আবছার শাওন।
নতুন কমিটির আহ্বায়ক মোঃ আয়নুল ইসলাম বলেন, আমাদের ক্যাম্পাসে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করে আসছি। এর জন্য আমরা ২০২৩ সালের জুলাই মাসে “আমার ডিপার্টমেন্ট সেরা” শিরোনামে একটি বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করি। যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছিলো। ২০২৩ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে ৯ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় “আমাদের সমস্যা সংকটে নয়,সংকীর্ণতায়” বিষয়ক একক বিতর্ক প্রতিযোগিতা। এবং গত ১০ মার্চ ২০২৪ তথ্য মেলা-২০২৪ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙ্গামাটি ও টিআইবি রাঙ্গামাটির যৌথ উদ্যোগে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও রাঙ্গামাটি সরকারি কলেজ টীমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের টীম।
আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের মাননীয় ভিসি ম্যাম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে সংবিধান অনুযায়ী ১ম কার্যনির্বাহী পরিষদ গঠন করে ক্যাম্পাসে কাজ চালিয়ে যাবো। আমাদের স্বপ্ন আমাদের বিতর্ক ক্লাবের মাধ্যমে রাবিপ্রবির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবে এবং রাবিপ্রবি কে উপস্থাপন করার সুযোগ পাবে।”