রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা।
বুধবার (২৪ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী এক বছরের জন্য তিনটি শর্তের পরিপ্রেক্ষিতে নতুন প্রক্টরকে নিয়োগ দিয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে ড.নিখিল গত বছরের নভেম্বর থেকে দ্বায়িত্ব পালন করে আসছেন।
নতুন প্রক্টরের দ্বায়িত্ব পেয়ে ড. নিখিল চাকমা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন “সবার সাথে সম্মিলিতভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। রাবিপ্রবিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষক,কর্মকর্তা শিক্ষার্থীদের সকলের প্রয়োজন আছে।”
উল্লেখ্য,নবনিযুক্ত প্রক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০২০ সালের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
মোঃ আয়নুল ইসলাম, রাবিপ্রবি