রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রাবিপ্রবি) ক্যাম্পাসে জনতা ব্যাংকের এটিএম বুথের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে ফিতা কেটে জনতা ব্যাংকের এটিএম বুথের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।
রাবিপ্রবিতে জনতা ব্যাংকের এটিএম বুথের উদ্ভোধন
এসময় রাবিপ্রবি উপাচার্য বলেন,” এখানে(রাবিপ্রবিতে) আমি যোগদান করার পর বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য সকল স্টেকহোল্ডারদের সাথে বসেছি। রাবিপ্রবির সাথে কানেক্টিভিটি বাড়াচ্ছি। আশা করি আপনারাও (জনতা ব্যাংক) রাবিপ্রবির সাথে সংযুক্ত থাকলে অবশ্যই সম্মানিত হবেন। এবং সে সম্মানের জায়গাটা হবে বহুমাত্রিক।”
জনতা ব্যাংকের উদ্দেশ্যে উপাচার্য ড. মো: আতিয়ার রহমান আরো বলেন, আশা করি আমাদের সাথে যুক্ত থাকার মাধ্যমে ধীরেধীরে পরস্পরের প্রত্যাশা ও আকাঙ্খা পূরণ হবে, ইনশাআল্লাহ।
উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী।
এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ মাঈনুদ্দিন,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) আব্দুল গফুর, জনতা ব্যাংক চট্টগ্রাম এরিয়া-A এর সহকারী মহাব্যবস্থাপক মো: শফিউল আলম, রাঙামাটি শাখার (পিএলসি) ব্যবস্থাপক অতীশ চাকমা, বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হোসাইন আকতার রাফি,খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: জোবায়ের উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনতা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।