রজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি । আগামীকাল শনিবার (১২ এপ্রিল) ‘বি’ ইউনিটে ব্যবসায় অনুষদের ভর্তি পরিক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ৩টি ইউনিটে ৫টি আঞ্চলিক কেন্দ্রে এইবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিট কলা অনুষদের পরীক্ষা আগামী ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল ‘সি’ ইউনিট বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে এইবারের পরীক্ষা ।
এবছর ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।
পরীক্ষার হলে ভর্তি-ইচ্ছুকদের কিছু নির্দেশনা মানতে হবে –
অনলাইনে প্রদত্ত দুই পৃষ্ঠার (প্রথম পৃষ্ঠা পরীক্ষার্থীর এবং দ্বিতীয় পৃষ্ঠা বিশ্ববিদ্যালয়ের কপি হিসেবে নির্ধারিত) প্রবেশপত্র অবশ্যই A4 সাইজের দুটি পৃথক অফসেট কাগজে কালার প্রিন্ট করতে হবে।
পরীক্ষার্থীকে অবশ্যই তাঁর প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা আরম্ভ হওয়ার অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার ১৫ মিনিট পরে কোন প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
উত্তরপত্রে সব ধরনের লেখার কাজে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিলের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে উল্লেখিত দুই পৃষ্ঠার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রবেশপত্রদ্বয়ের প্রতিটিতে এমনভাবে স্বাক্ষর করবেন, যেন অর্ধেক অংশ ছবির ওপর থাকে। স্বাক্ষরিত প্রবেশপত্রের বিশ্ববিদ্যালয়ের কপিটি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সংগ্রহ করবেন। পরীক্ষার্থীর কপি পরবর্তী সময়ে ব্যবহারের জন্য প্রার্থীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে।
ক্যালকুলেটর, মেমোরিযুক্ত ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায়—এরূপ কোনো ইলেকট্রনিক যন্ত্রসহ পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এরূপ কিছু পাওয়া গেলে তাঁর ভর্তির আবেদন বাতিল করা হবে।
পরীক্ষার হলে পরীক্ষার্থীর মুখমণ্ডল ও দুই কান খোলা থাকতে হবে।
বিভিন্ন স্তরে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে। ভেরিফিকেশনে কোনো ধরনের অসংগতি পরিলক্ষিত হলে ওই আবেদনকারীর আবেদন বাতিল করা হবে।
এবছর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। প্রথমবারের মতো এইবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্র মোট ৪২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে রাবি কেন্দ্রে অংশগ্রহণ করবে মোট ১৩ হাজার ৬৩১ শিক্ষার্থী ।