রাশিয়ার উত্তর ওসেটিয়ার ভ্লাদিকাভকাজ শহরের একটি শপিং সেন্টারে ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আঞ্চলিক গভর্নর।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় গভর্নর সের্গেই মেন্যাইলো বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইউক্রেন থেকে ছোঁড়া ড্রোন ভূপাতিত করা হয়। ভ্লাদিকাভকাজ শহরের উপর দিয়ে ড্রোনটির ধ্বংসাবশেষ শপিং সেন্টারে পড়ে এবং সেখানে আগুন লাগে, এতে এক নারীর মৃত্যু হয়েছে।
গভর্নর সের্গেই মেন্যাইলো তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, মস্কোর সময় সকাল ৮টা ২৮ মিনিটে এই ঘটনাটি ঘটে। তবে রয়টার্স গভর্নরের বক্তব্য যাচাই করতে পারেনি। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ১১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
এদিকে, বড়দিনের সকালে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং পূর্বাঞ্চলীয় শহরগুলোতে।
এর আগে রোববার রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরে ড্রোন হামলা চালায় কিয়েভ। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও হামলার হুমকি দেন।
ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে জানানো হয়েছে, এই হামলায় বেসামরিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিনিপ্রোপেট্রোভস্ক গভর্নর সের্হি লিসাক জানিয়েছেন, রাশিয়ান সেনারা ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো ফেসবুকে লিখেছেন, রাশিয়া তাদের জ্বালানি খাতে ব্যাপক হামলা চালাচ্ছে। ক্ষতি কমাতে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বুধবার সকালের এই হামলার পর ইউক্রেনজুড়ে বিমান সতর্কতা জারি করা হয়েছে।
আরএস//বিএন