ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোঁড়া ৭২টি ড্রোনের মধ্যে অন্তত ৪৭টি ভূপাতিত করা হয়েছে এবং বাকি ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।
সোমবার এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কিয়েভসহ নয়টি অঞ্চলে এই হামলা প্রতিহত করা হয়েছে।
বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, কিয়েভ ও খমেলনিটস্কি অঞ্চলে ড্রোন হামলায় বেশ কয়েকটি ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খমেলনিটস্কিতে একজন আহত হয়েছেন এবং কিয়েভ অঞ্চলে একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন।
শনিবার ওই শহরে ড্রোন হামলার পর রোববার পুতিন বলেন, যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হতে হবে।
কাজান শহরের ড্রোন হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও রুশ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুতিন আগেও রাশিয়ার ভূখণ্ডে হামলার জবাবে কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
আরএস//বিএন