রেমালের প্রভাবে তিতুমীর কলেজের শেখ কামাল প্রশাসনিক ভবনের ৭,৮,৯ ও ১০ তম তলা পর্যন্ত থাই গ্লাস ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায় সোমবার (২৭ মে) সকাল ৯ টা নাগাদ তীব্র ঝড় ও বাতাসের কারণে এ ঘটনা ঘটে।
কলেজের স্টাফ কোয়ার্টারের এক কর্মচারী জানান, আজ সকালের দিকে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে এবং প্রচণ্ড বাতাসে ভবনের থাই গ্লাসগুলোর কয়েকটি জানালা ভেঙ্গে যায়। সৌভাগ্যবশত, এ সময় ভবনটির আশেপাশে কেউ উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, “ঝড়ের সময় আমরা ক্লাসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে জানালার কাঁচ ভেঙ্গে পড়ার শব্দ পাই। এরপর ক্লাস রুম থেকে বের হয়ে দেখতে পাই থাই গ্লাস নিচে পড়ে আছে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দুর্নীতির কারণে নরমাল থাই গ্লাস লাগানো হয়েছে। ভালো মানের গ্লাস লাগালে এমন হওয়ার কথা ছিল না। আশেপাশে তো আরও বড় বড় দালানকোঠা রয়েছে। সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয় না।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, ‘ঝড়ের কারণে কয়েকটি গ্লাস ভেঙ্গে গেছে তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানিয়েছি তারা এটার ব্যবস্থা নিবে। বৃষ্টি থামলে আমরা জায়গাটা পরিষ্কার করে ফেলব।’