হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশিত তাদের প্রতিবেদনে “আফটার দ্য মুনসুন রেভুলেশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ” শিরোনামে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে প্রতিষ্ঠিত র্যাব কার্যক্রম শুরুর পর থেকে সব সরকারই এই বাহিনীকে দায়মুক্তির সাথে কাজ করার অনুমতি দিয়েছে, যা র্যাবকে অভ্যন্তরীণ ডেথ স্কোয়াডের মতো কাজ করতে অনুপ্রাণিত করেছে।
এইচআরডব্লিউ বলছে, র্যাব বিলুপ্তির জন্য একটি শর্ত দেওয়া হয়েছে—র্যাবের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অন্য ইউনিটে গিয়ে একই অপকর্মের পুনরাবৃত্তি ঠেকাতে তাদের মানবাধিকার প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া, নিরাপত্তা বাহিনীগুলোর কাঠামোগত সংস্কারের অভাবের বিষয়েও সতর্কতা জ্ঞাপন করা হয়েছে। এইচআরডব্লিউ দাবি করেছে, নিরাপত্তা বাহিনী এখনও সাধারণ মানুষকে রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে হয়রানি করে, এবং এ অবস্থা পরিবর্তন করা অত্যন্ত জরুরি।
র্যাব প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে এবং এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যে রয়েছে। ২০২১ সালে মার্কিন সরকার র্যাবের সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ২০২২ সালের ১৪ ডিসেম্বর গুম সংক্রান্ত তদন্ত কমিশনও র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে।