জাতীয় পার্টির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ও বর্তমান সরকারের উন্নয়নে ‘অভিভূত’ হয়ে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির চার নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
যোগ দেয়া চার নেতা হলেন: ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জাতীয় মাহিলা পার্টির ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেশমী আক্তার, জাতীয় যুব সংহতির নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন ও জাতীয় যুব সংহতি নবাবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান মাহফুজ।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা যোগদান করেন।
সদ্য যোগ দেয়া রেশমী আক্তার ও খন্দকার নুরুল আনোয়ার বেলাল তাদের বক্তব্যে বলেন, জাতীয় পার্টির কর্মকাণ্ডে আমরা বিরক্ত। তাই কাঁধ থেকে লাঙ্গল ফেলে দিয়ে আজ নৌকায় উঠলাম। আসন্ন নির্বাচনে আমরা প্রিয় নেতা সালমান এফ রহমানের সঙ্গে থেকে শেখ হাসিনাকে বিজয়ী করতে আওয়ামী লীগের জন্য কাজ করব।