লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। তবে যুদ্ধ চলবে বলে স্পষ্ট বিবৃতি দিয়েছে ইসরায়েলের শীর্ষ নেতারা।
গাজায় হামাসের পাশাপাশি এখন লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরাইলের বড় যুদ্ধ চলছে। গত কয়েকদিন ধরে লেবাননে নজিরবিহীন বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এই হামলায় সবশেষ তথ্য মতে, ৬০০ জনের বেশি নিহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে সাধারণ পরিষদের সমাবেশ শেষে ২১ দিনের যুদ্ধবিরতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। তবে তাদের এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ জানান,
“উত্তর সীমান্তে কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর এক্স একাউন্টে একটি বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, ‘যুদ্ধবিরতির খবর সত্য নয়’ এবং তিনি লেবাননে হামলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন।
বিএন