ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননের সাত নাগরিককে মুক্ত করেছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কাছে এই সাতজনকে হস্তান্তর করে।
ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক বিবৃতিতে জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা যুদ্ধবিরতির পর ইসরায়েলের হাতে আটক ছিলেন। তাদের দক্ষিণ লেবাননের রাস আল-নাকোরা সীমান্তে ইউনিফিলের (লেবাননের অন্তর্বর্তীকালীন বাহিনী) কাছে হস্তান্তর করা হয়। এরপর লেবাননের রেড ক্রস তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে যায়।
ইসরায়েল ও লেবাননের মধ্যে ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করছে।
এনএনএ আরও জানায়, মুক্তিপ্রাপ্ত নাগরিকদের সিডনের সামরিক গোয়েন্দা দপ্তরে তদন্তের জন্য নেওয়া হয়েছে। ইউনিফিলের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী, লেবাননের রেড ক্রস এবং আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় এই হস্তান্তর সম্পন্ন হয়েছে।
তবে ইসরায়েলের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরএস//বিএন