ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও আলোচিত নায়িকা অপু বিশ্বাস সর্বাধিক সিনেমায় কাজ করেছেন জুটি বেঁধে। পর্দায় জুটিবদ্ধ হওয়ার বাইরে বাস্তবেও জুটি হয়েছিলেন তারা। অভিনেতার সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের। তবে ইতোমধ্যে একটি প্রোডাকশন হাউজের যাত্রা শুরু করেছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডিং-প্রোমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েই কাজ করতে দেখা যাচ্ছে তাকে।
ব্যস্ততার মধ্যেই ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ইউরোপ সফরে তিনি ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ঘুরে বেড়িয়েছেন। বার্সেলোনায় একটি শো-ও করেছেন। সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি।
শাকিব খানের বিয়ে প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান এক মন্তব্যে জানিয়েছিলেন, চলতি বছরই বিয়ে করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’ খ্যাত নায়ক। আরশাদ আদনানের এ মন্তব্যের ব্যাপারে অপু বিশ্বাস বলেন, উনি শাকিব খানের খুবই ভালো বন্ধু। অনেক সময় বন্ধু পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের সেই বন্ধুত্বের কথাবার্তা। আর এ ব্যাপারে আমি কীভাবে ব্যাখ্যা দেবো? এখানে কোনো ব্যাখ্যা দেয়ার জায়গা নেই আমার।