অপু বিশ্বাসের ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন করেছেন চিত্রনায়ক শাকিব খান। তবে নায়িকা বুবলির দাবি, শাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি তার। এমনকি সুযোগ পেলে শাকিব তার সঙ্গে দেখাও করেন।
এদিকে নায়কের পরিবারের দাবি, ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে বুবলী মিথ্যাচার করলে, পরিবার থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার বিষয়টি নিয়ে শাকিবের পরিবারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চিত্রনায়িকা বুবলী। তিনি বলেন, আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি, যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি।
শাকিবের পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগ আর তৃতীয় বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে এই অভিনেত্রী বলেন, এ নিয়ে এখনই কথা বলতে চাই না। আগে সরাসরি সিদ্ধান্ত আসুক। কারণ যা খবর এসেছে তাতে শাকিবের পরিবারের কারও নাম উল্লেখ নেই। সেটা হলে অবশ্যই কথা বলতে আমি প্রস্তুত।