ঝাড়খণ্ডের ধানবাদের ডিগওয়াড়িহ এলাকার একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণির ৮০ জন ছাত্রীকে শারীরিকভাবে অপমান করার অভিযোগ উঠেছে।
বিদায়সূচক বার্তা হিসেবে একে অপরের শার্টে লেখালেখি করায় প্রধান শিক্ষক তাদের শার্ট খুলে ফেলতে বাধ্য করেন। এরপর ছাত্রীদের শুধু ব্লেজার পরিয়ে বাড়ি পাঠানো হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) এই ঘটনাটি ঘটে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের ডেপুটি কমিশনার মাধবী মিশ্রা জানিয়েছেন, এ বিষয়ে অভিভাবকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজকল্যাণ কর্মকর্তা এবং সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা।
অভিভাবকদের দাবি, পরীক্ষার পর ছাত্রীরা ‘পেন ডে’ উদযাপন করছিল এবং বিদায়ী শুভেচ্ছা জানাতে শার্টে লেখালেখি করছিল। প্রধান শিক্ষক এটিকে নিয়ম-শৃঙ্খলার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে শারীরিক শাস্তি দেন।
বিজেপি বিধায়ক রাগিনী সিং ডেপুটি কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিভাবকদের পক্ষে অভিযোগ উত্থাপন করেন। প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরএস//বিএন