বিশেষ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই দেশে ফিরে জাতীয় নেতৃত্বে যোগ দেওয়ার পরিবেশ তৈরি হবে বলে তারা আশা করছেন।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের তিনি বলেন, “যিনি বেগম জিয়াকে তাচ্ছিল্য করেছিলেন, আজ তিনিই পালিয়ে বেড়াচ্ছেন। অথচ বেগম জিয়া এখানেই আছেন এবং জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছেন।”
তিনি আরও জানান, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসায় যে সহায়তা দিয়েছে, তা শুধু একটি এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কাতার সরকার চিকিৎসার ব্যয়, ওষুধ এবং বিমানের খরচও বহন করেছে। এ সহায়তার জন্য বেগম জিয়া কাতার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আজ মঙ্গলবার দেশে ফেরেন এবং দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের ফিরোজা ভবনে পৌঁছান।