মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন।
তবে বৈঠকের নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি। এ বৈঠকটি হলে, এটি হবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর দুই দেশের শীর্ষ নেতাদের প্রথম সাক্ষাৎ।
ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প জানান, এই বিষয়ে একটি মাত্র কৌশল রয়েছে, যা পুতিনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এ যুদ্ধের ফলে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার অংশবিশেষ দখলে নিয়েছে রাশিয়া। প্রায় তিন বছর ধরে চলা এ সংঘাতে বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে।
আরইউএস