মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মানিকগঞ্জে অন্তত দুটি মামলার খবর পাওয়া গেছে। এরমধ্যে একটি হত্যা ও অপরটি বাড়িঘরে হামলার অভিযোগে মামলা।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল গ্রামে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৪ জন নিহত হন।
এ সময় মমতাজ বেগম আওয়ামী লীগের কোটায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ওই ঘটনায় নিহত নিজামুদ্দিনের বাবা মজনু মোল্লার গত ২৪ অক্টোবর দায়ের করা মামলায় মমতাজ বেগমকে আসামি করা হয়।
এদিকে গত ২০২২ সালের ৩১ মে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আন্দারমানিক গ্রামে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনার রশিদ মুন্নুর সাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় দেলোয়ার হোসেন গত অক্টোবর মাসে বাদি হয়ে মামলা দায়ের করেন।