‘শীতে কাঁপছে হাজারো প্রাণ, এসো করি শীতবস্ত্র দান ‘ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এওয়ার্ড প্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. সাদেকা হালিম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাদেক হালিম বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ কে ধন্যবাদ জানাই। আমি কথা দিচ্ছি পরবর্তী এমন সেবামূলক কার্যক্রমে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।
এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার জনাব আবুল কালাম আজাদ, জনাব আবু লায়েক, সাদিয়া আখতার, রোভার-ইন-কাউন্সিলের কার্যকরী সদস্য হুসাইন মুহাম্মদ গোলাম রাজিক আদন, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ৈ, শীতবস্ত্র বিতরণ উপকমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য সিনিয়র রোভার মেটবৃন্দ। এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি শরিফুল ইসলাম খান বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তাঁরাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়।
এছাড়াও রোভার স্কাউটের পক্ষ থেকে দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার শীতার্তদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও জানান জবি রোভার- ইন- কাউন্সিলের সভাপতি শরিফুল ইসলাম খান।
মো. জুনায়েদ শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়