পবিত্র মাহে রমযান উপলক্ষে সুধী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
সোমবার (২৪ মার্চ) বিকেলে শহরের সাদী মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সুধী-শুভাকাঙ্খী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও জনশক্তিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমদ রহমান, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর সাবেক শহর সভাপতি মো. ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনটিভি স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী সাবেক শহর সভাপতি আব্দুল মুমিত, যুব জামায়াতের পৌর সভাপতি আবু নোমান মুয়িন, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি মো. জিল্লুর রহমান, সাবেক জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী বলেন:
❝স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর কেটে গেছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজ পূরণ হয়নি। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই।❞
তিনি আরও বলেন, আমি আশাবাদী ইসলামী ছাত্রশিবির যেভাবে ফ্যাসিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঠিক তেমনি আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণেও ছাত্রশিবির অগ্ৰণী ভূমিকা পালন করবে। দেশ ও জাতিকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক আদর্শ নাগরিক উপহার দেবে।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
টিআর/আরইউএস