শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯:৩০ টায় ২য় পলাশী বিতর্ক যুদ্ধ’ ২৪ এর শুভ উদ্বোধন করা হয়।
শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন হল অডিটরিয়ামে দিনব্যপি এই বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় ও এনএসডি হল ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত সারাদিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় ১৪ বিশ্ববিদ্যালয়ের ২৪ বিতার্কিক দল অংশ গ্রহণ করে।
নবাব সিরাজ উদ দ্দৌলা হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মোঃ ফিরোজ মাহমুদ এর সভাপতিত্ত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, শেকৃবি’র এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, শেরেবাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, শেকৃবি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ডিবেটিং ক্লাবের সভাপতি কায়ুম কাফি ও সাধারণ সম্পাদক তৌহিদ আহম্মেদ আশিক। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবাব সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আহবায়ক সাহেদ মাহমুদ।
উল্লেখ্য যে, সন্ধ্যা ৬:০০ টায় এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেকৃবি’র উপাচার্য় অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত থাকবেন।
মুমিত//বিএন