বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পয়লা বৈশাখের আগে এক অডিয়ো বার্তায় নতুন করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে। তিনি অভিযোগ করেন, “দেশকে ধ্বংস করতে বিদেশি টাকা আনছেন ইউনূস।” যদিও কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, তবে অনেকে মনে করছেন, এতে যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত রয়েছে।
অডিয়ো বার্তার পাশাপাশি আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি লিখিত বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে শেখ হাসিনা দাবি করেন, “বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংসের চক্রান্ত চলছে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত বর্ষবরণের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
শেখ হাসিনা আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন জেলায় গড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। “মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র চলছে,” বলেন তিনি।
এছাড়া, কোটা আন্দোলনের সময় নিহত আবু সইদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশ রবার বুলেট ব্যবহার করলেও, সইদের মৃত্যু পাথরের আঘাতে হয়েছে। তার দাবি, “সবকিছু ছিল পরিকল্পিত ষড়যন্ত্র।”
এই বার্তা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।