বাংলাদেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি শোষণ-বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।
বৃহস্পতিবার (১ মে ২০২৫) বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাড়ি চত্বরে আয়োজিত মে দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই দেশকে বাঁচিয়ে রেখেছে মেহনতি মানুষ। অথচ তারাই সবচেয়ে অবহেলিত। জাতীয় ন্যূনতম মজুরি আজও ঘোষণা করা হয়নি, কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, প্রবাসী শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। অপরদিকে একটি বিশেষ গোষ্ঠী দেশের অর্থ বিদেশে পাচার করে সেই দেশেই তাদের বাসস্থান গড়ে তুলেছে।”
তিনি বলেন, “২০২৪ সালের গণআন্দোলনে বৈষম্য দূরীকরণের দাবিই ছিল প্রধান স্লোগান। কিন্তু আজ সেই দাবি ধামাচাপা পড়ে গেছে। এখন সময় এসেছে প্রকৃত পরিবর্তনের। শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও জীবনের মানোন্নয়ন করেই দেশকে এগিয়ে নিতে হবে।”
রুহিন হোসেন প্রিন্স অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলসহ বহু কারখানা বন্ধ রয়েছে। প্রতিটি আন্দোলনে শ্রমিকরা জীবন দেয়, অথচ অধিকার অধরাই থেকে যায়।”
তিনি সকল স্তরের বেতন কাঠামোর মধ্যে বৈষম্য দূর করতে একটি কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি শ্রমজীবী মানুষের আবাসন, চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং ভবিষ্যতের নিশ্চয়তার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
দিঘলিয়া উপজেলা সিপিবি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন কমরেড মৃণাল পাল এবং সঞ্চালনা করেন এস এম চন্দন। বক্তব্য রাখেন সিপিবি’র খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, সাধারণ সম্পাদক এসএ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাতসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতারা।
উপজেলা ভূমি অফিসের দুর্নীতি বন্ধ, নগরঘাট-আড়ুয়া সড়ক সম্প্রসারণ ও সংস্কার এবং পিপলস ও ক্রিসেন্ট মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক খুলে দেওয়ার দাবিও তোলেন রুহিন হোসেন প্রিন্স।
জনসভা শেষে গণসংগীত পরিবেশন করেন শিল্পী দাস কালিদাসসহ স্থানীয় শিল্পীবৃন্দ। এর আগে বিভিন্ন এলাকা থেকে লাল পতাকা হাতে মিছিল নিয়ে সিপিবির নেতা-কর্মীরা জনসভায় যোগ দেন।