কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সোমবার (১৩ মে) বেলা ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, ‘উপাচার্য নিজে সন্ত্রাসী দিয়ে শিক্ষকদের উপর যে হামলা করেছেন তারই প্রতিবাদে চলমান কর্মসূচির অন্তর্ভুক্ত এ কর্মসূচি। প্রতিদিনকার ন্যায় আজকেও আমরা শিক্ষকগণ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেছি। কিন্ত অবাক করার বিষয় হচ্ছে উপাচার্য এখনো বিভিন্ন মহলে মিথ্যাচার করে বেড়াচ্ছেন।’
উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়