গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থানায় অনধিকার প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করার ঘটনায় সংগঠনটির ৪ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতের এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৮৫ ধারায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- এনামুল হক মণ্ডল, সাইদ ব্যাপারী, অন্তর আহমদ জাকির এবং ইব্রাহিম খলিল।
পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর ছাত্রদল নেতা আল আমিন ইসলাম স্বাধীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে, তার সমর্থক কিছু নেতাকর্মী থানায় গিয়ে ওই সংবাদ প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হয়ে, নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং গ্রেফতার দেখানো হয়।
আরইউএস