চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ার জন্য নির্বাচনকে কোন ক্রমেই দীর্ঘায়িত করা যাবে না। নির্বাচন নির্বাচনের জায়গায় হবে এবং আমরা আশা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৮০ সালে বিশশালা পরিকল্পনার মধ্য দিয়ে বিএনপি সংস্কার কাজ শুরু করেছে। আজকে হয়ত অনেকেই জানে না। মালয়েশিয়ার পুত্রজায়াতে মাহতির মোহাম্মদ টুয়েন্টি টুয়েন্টি একটি টাওয়ার করেছে, সেখানে শহীদ জিয়ার বিশশালা পরিকল্পনার সমস্ত কর্মসূচি লেখা আছে। এরপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া টুয়েন্টি-থার্টি ভিষণ উপহার দিয়েছে। সবশেষ আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার দিয়েছে। কাজেই আমি মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বিএনপির সংস্কার শুরু হয়। ইনশাআল্লাহ আমাদের এই সংস্থার চলবে। তবে সংস্কারের নামে নির্বাচন দীর্ঘ করা যাবেনা।
বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, ছাত্রদল নেতা শাওন কাবীরের ওপরে আওয়ামী দোষর পুলিশ বাহিনী যে ন্যাক্কারজনক অত্যাচার করেছে তার বিচার দাবি করছি না, ইনশাআল্লাহ ২৪ ঘন্টার মধ্যে তার বিচার করবো। ধৈর্য ধরছি, সংযম করছি এর মানে এই নয় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন ধরনের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দুর্বল হয়ে গেছে। ভদ্রতা সংযম, সংযতের সাথে দুর্বলতার কোন সম্পর্ক নেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, একটি শ্রেণি গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করার যে প্রবণতা তৈরি করেছে, সেটি ইতিমধ্যে আপনার গণমাধ্যমে দেখেছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে ইতিমধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু আমরা সেই রাজনৈতিক দলে নতুনত্ব কোন কিছুই দেখিনি। বরং জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠনে যেসকল পলিসি গ্রহণ করেছিলেন সেই পলিসিই এখন নতুন রাজনৈতিক দল গ্রহণ করেছে। তবে এটি দোষের কিছু নয়। নতুন রাজনৈতিক দলের মধ্যে নতুন কোনো সাংগঠনিক কাঠামো আমরা লক্ষ্য করিনি। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ থেকে হয়েছে বলে আমরা মনে করছি।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফার আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতৃবৃন্দ। উপস্থিত ইসলামী ছাত্রশিবিরের চবি শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের ‘সংগঠক’ রাসেল আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদি আমিন, তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান, চবি উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক এস. এম. নছরুল কদির প্রমুখ।
সুমন ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়