বকেয়া তিন মাসের বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির অর্থ ও সার্ভিস বেনিফিটসহ সকল পাওনা পরিশোধের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার পর এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস এবং ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই আন্দোলনে অংশ নেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও তাদের সঙ্গে যোগ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সেখানে যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ। আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়ে ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, এরপর পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
উল্লেখ্য, এর আগে সোমবার (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন শ্রমিকরা। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় তারা মঙ্গলবার সচিবালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।