বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে সচিবালয়ে যাচ্ছেন ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। তবে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই সচিবালয় থেকে ডাক পান শিক্ষকরা।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম বলেন, “আমাদের আজ দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম ছিল। তার আগেই সচিবালয় থেকে ফোন করা হয়েছে। বৈঠকের জন্য আমাদের ডাকা হয়েছে। আমরা জোহরের নামাজের পর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যাচ্ছি।”
উল্লেখ্য, সোমবার (২৭ জানুয়ারি) এই দাবিতে আল্টিমেটামের ঘোষণা দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। তাদের দাবি, একই পাঠ্যক্রমে পড়ালেখা করানো হলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। জাতীয়করণের মাধ্যমে এই বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছেন তারা।
শিক্ষকদের এই জাতীয়করণের দাবি দীর্ঘদিন ধরে চলমান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। আজকের বৈঠকে সমস্যার সমাধান নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক নেতারা।