রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলায় একটি মিনিবাসে করে ক্রিকেটারা একটি টেনিস-বল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে ক্রিকেটারদের বহন করা মিনিবাসে্র সঙ্গে একটি লরির সংঘর্ষে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হযেছেন ৪ ক্রিকেটারের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত ৪ ক্রিকেটার হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। এছাড়া গুরুতর আহত ক্রিকেটারদের মধ্যে আছেন প্রজ্জ্বল বৌছে, লৌকিক পায়মাসে, ময়ূর নাগপুরে, মঙ্গেশ পান্ডে এবং হরিশ ধাগে। এই ঘটনায় গুরুতর আহত ৫ ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্রিকেটারদের বহন করা মিনিবাস সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরু করে। এর এক ঘণ্টা পর বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সচার ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।