‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। ২০২৪ সালে ৬ হাজার কোটি রুপির বেশি সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন শাহরুখ খান। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ভারতের শীর্ষ ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি রুপি।
এরপরেই রয়েছেন সালমান খান, তার মোট সম্পত্তি হলো ২ হাজার ৯০০ কোটি রুপির। তিন নম্বরে অবস্থানে থাকা অক্ষয় কুমার ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। আমির খান ১ হাজার ৮৬২ কোটি রুপির সম্পত্তির মালিক। জোসেফ বিজয় ৪৭৪ কোটি রুপির সম্পত্তির মালিক। অন্যদিকে রজনীকান্তের আছে ৪৩০ কোটি রুপির সম্পত্তি।
‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির হিসাব হলো ৩৫০ কোটি রুপি। প্রভাসের ২৪১ কোটি রুপির সম্পত্তি আছে। অজিত কুমারের আছে ১৯৬ কোটি রুপির সম্পত্তি। এবং দশম স্থানে আছেন কমল হাসান। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি রুপি।