চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) একেবারেই ভুলে যেতে চাইবে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতানস। ৮ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় নিয়ে তারা এবার সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বৃহস্পতিবার (১ মে) করাচি কিংসের কাছে ৮৭ রানে হেরে তাদের প্লে-অফে ওঠার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে করাচি কিংস ২০ ওভারে তোলে ২০৪ রান। ব্যাট হাতে ঝড় তোলেন জেমস ভিন্স (৬৫), ইরফান খান (৪০), খুশদিল শাহ (৩৩) এবং ডেভিড ওয়ার্নার (৩০)। মুলতানের পক্ষে উবাইদ শাহ পান দুটি উইকেট, একটি করে নেন ডেভিড উইলি ও কার্টিস ক্যাম্পার।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে মুলতান। ব্যাটিংয়ের শুরুতেই সাজঘরে ফিরেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, রানের খাতা না খুলেই। ইয়াসির খান (২৬) ও কামরান গুলাম (২৯) কিছুটা লড়লেও বাকিরা একে একে প্যাভিলিয়নে ফেরেন। দলের কেউই ১৪ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় মুলতান সুলতানস।
করাচির হয়ে বল হাতে জ্বলে ওঠেন মোহাম্মদ নবি (৩ উইকেট), মীর হামজা ও খুশদিল শাহ ভাগ করে নেন চার উইকেট। আব্বাস আফ্রিদি ও আমের জামাল নেন একটি করে উইকেট।
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড (১০ পয়েন্ট)। লাহোর কালান্দার্স, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংস রয়েছে পরবর্তী তিন স্থানে (৮ পয়েন্ট করে)। ফলে মুলতান আর কোনোভাবেই প্লে-অফে জায়গা করে নিতে পারছে না। বাকি ম্যাচগুলো শুধুই নিয়মরক্ষার।