প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই মাসের গণঅভ্যুত্থান সম্পর্কিত একটি ঘোষণাপত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে।
তিনি সোমবার (৩০ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে তুলে ধরতে এ ঘোষণাপত্রটি তৈরি হবে।
তিনি জানান, এই ঘোষণাপত্রটি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র আন্দোলন, শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে তৈরি হবে। এতে জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঐক্যের গুরুত্ব এবং জনগণের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে তুলে ধরা হবে।