প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি নয়াদিল্লিতে সই হওয়া ১০টি সমঝোতা স্মারক সম্পর্কে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে সরকার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে। এসব চুক্তির ফলে বাংলাদেশ চিরদিনের ক্রীতদাস হবে।’
রিজভী বলেন, শিক্ষকদের পেনশনবিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে।
সময় যা হোক, তিনি সতর্ক করেন, ‘সরকার যেই করুক, বাংলাদেশের জনগণ দিল্লির দাসত্ব মেনে নেবে না।’
আরও তার পরে, তিনি বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত সারা দেশের জেলা সদরের সমাবেশে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন।