গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডিবি সদস্যদের জ্যাকেট পরা এবং পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ডিবি কার্যালয়ে ‘আয়নাঘর’ বা এ ধরনের কোনো বিতর্কিত ব্যবস্থা থাকবে না। এছাড়া, ডিবির কার্যক্রমে কোনো রকম অবৈধ কাজ বরদাশত করা হবে না। তিনি বলেন, “যদি আমি নিজেও কোনো বেআইনি নির্দেশ দিই, তারা যেন তা না মানে।”
এসআই নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, এতে কোনো দুর্নীতি হয়নি। বরং তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন যে, যদি কোনো অন্যায় খুঁজে পান, তা যেন প্রকাশ করেন।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়েও তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করার ফলে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার অনেক কমে গেছে। তিনি গণমাধ্যমকে সত্য প্রকাশে অবিচল থাকার আহ্বান জানান, কারণ প্রকৃত ঘটনা তুলে ধরলে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে কেউ সফল হতে পারবে না।