ছোট পর্দায় জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। ক্যামেরার বাইরে তাদের সম্পর্ক নিয়ে শোবিজে বিভিন্ন গুঞ্জন চলছে, বিশেষ করে প্রেমের বিষয়টি নিয়ে।
সম্প্রতি এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন খায়রুল বাসার। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। খায়রুল বাসার বলেন, “সাদিয়ার সঙ্গে আমার জুটির কাজ দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। সেখান থেকেই এই গুঞ্জনগুলো উঠেছে। আলোচনাটা কোনও সমস্যা নয়; বরং আমি এটা উপভোগ করি। এ বিষয়ে অনেকবার কথা বলেছি, নতুন করে কিছু বলার নেই। গুঞ্জন তো গুঞ্জনই, আমিও শুনি।”
খায়রুল বাসার ও সাদিয়া আয়মান একাধিক নাটকে জুটি হয়ে কাজ করেছেন। এই বিষয়ে খায়রুল বাসার বলেন, “নির্মাতারা সিদ্ধান্ত নেন কাদের সঙ্গে কাজ করবেন। আমি সেই সিদ্ধান্তে কিছু করতে পারি না।”
অভিনয়ের বাইরে খায়রুল বাসার বিভিন্ন সামাজিক ইস্যুতেও কথা বলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন এবং সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।