মঙ্গলবার (১১ মার্চ) সকালে সাভারের আমিন বাজার এলাকায় একটি পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৭টা ১৫ মিনিটে আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে আরো ৮টি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
এখনো আগুনের সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাওয়ার গ্রিডে আগুনের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানানো হয়েছে।