ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷
আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে তাঁরা শাহবাগ অবরোধ করেছেন।
অবরোধের কারণে শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে৷
শাহবাগ অবরোধ করে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন৷ এই প্রতিবেদন লেখার সময় ছাত্রদলের নেতা-কর্মীদের আরেকটি বড় অংশ পাবলিক লাইব্রেরির সামনে বসে নানা স্লোগান দিচ্ছিলেন৷ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মেট্রোরেল স্টেশনের কাছে অবস্থান নিয়েছেন৷ নেতা-কর্মীরা শাহবাগ মোড়ের সড়কে বসে পড়েছেন।
এর আগে দুপুর ১২টার দিকে শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন।