সারদায় ৮ কনস্টেবলকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে থাকা আট জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর তাদের এই সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশ একাডেমির বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই আট কনস্টেবল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করেন।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞার মন্তব্য পাওয়া যায়নি।
তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া, পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি ইনামুল হক সাগরের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সারদায় ৮ কনস্টেবলকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি আরো পড়ুন
অব্যাহতি পাওয়া কনস্টেবলরা হলেন—মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন এবং কিংকর।
পুলিশ একাডেমির সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শুরু করেন।
২০২২ সালের ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি।
সমাপনী কুচকাওয়াজের তারিখও কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এটি ১২ জানুয়ারি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এর আগে, প্রশিক্ষণে শৃঙ্খলাভঙ্গের কারণে তিন ধাপে ৩২১ জন এসআই এবং ১৬ ডিসেম্বর ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছিল।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। মৌলভীবাজারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মিথ্যা তথ্য দিয়ে ৬ কোটি টাকার পেনশন উত্তোলন আরো খবর পড়ুন ।