রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মিটারভিত্তিক ভাড়া ও জরিমানা সংক্রান্ত ইস্যুতে চালকরা সকাল থেকেই সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে চালকরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এতে কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অবরোধকারীরা দাবি করছেন, নতুন নিয়ম বাতিল করতে হবে, মিটারের ভাড়া বৃদ্ধি করতে হবে এবং পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চালকরা।
সিএনজি চালকদের অভিযোগ, মিটারভিত্তিক ভাড়া বাধ্যতামূলক করার পাশাপাশি বেশি ভাড়া নিলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যা তাদের জন্য গ্রহণযোগ্য নয়। তারা চাইছেন, বিআরটিএর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানিয়েছেন, সকাল ৯টার পর থেকে চালকরা রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে চালকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঘোষণা দেয়, নির্ধারিত মিটারভিত্তিক ভাড়ার চেয়ে বেশি নিলে চালকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই চালকরা আজ রাস্তায় নেমেছেন।