তুরস্কের সেনাবাহিনী উত্তর সিরিয়া ও ইরাকে অভিযান চালিয়ে ২১ জন কুর্দি বিদ্রোহীকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ২০ জন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সিরিয়ান কুর্দিশ ওয়াইপিজি সদস্য, যারা হামলার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে ২০ জনকে উত্তর সিরিয়ায় এবং একজনকে উত্তর ইরাকে হত্যা করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের অভিযান কঠোরভাবে এবং অব্যাহতভাবে চলবে।”
তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, এবং যুক্তরাষ্ট্র পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
সংগঠনটি ১৯৮৪ সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
এই মাসের শুরুতে তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ওয়াইপিজিকে বিলুপ্ত করার ওপর জোর দেয়। উত্তর-পূর্ব সিরিয়ায় তুরস্ক-সমর্থিত সিরিয়ান গোষ্ঠী এবং ওয়াইপিজি-এর মধ্যে চলমান শত্রুতার প্রেক্ষাপটে বুধবার এই অভিযান চালানো হয়।
সূত্র: আল আরাবিয়া
আরএস//বিএন