বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্রোহীরা এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
ক্ষমতাসীন জেনারেল কমান্ড শনিবার আসাদ হাসান আল-সিবানির নাম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
রয়টার্স জানায়, মুরহাফ আবু কাসরাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) জ্যেষ্ঠ নেতা। এই গোষ্ঠীই বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে বাশার আল-আসাদের পতন ঘটায়।
আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এইচটিএস প্রধান আহমেদ হুসাইন আল-শারার ঘনিষ্ঠ ব্যক্তি। আসাদ সরকারের পতনের পর কার্যত আল-শারাই সিরিয়ার শাসনভার নিয়েছেন। তাকে সিরিয়ার ‘ডি ফ্যাক্টো’ শাসক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, বিদ্রোহীরা ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় এবং দীর্ঘ ২৪ বছর সিরিয়া শাসন করা বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান। তার সরকারের পতনের মধ্য দিয়ে আল-আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে।