সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান ৬ ইইউ রাষ্ট্রের
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি সদস্য রাষ্ট্র সিরিয়ার ওপর পরিবহন, জ্বালানি, এবং ব্যাংকিং খাতে আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার জন্য ইইউর প্রতি আহ্বান জানিয়েছে।
রয়টার্সের প্রাপ্ত একটি নথির বরাতে এই তথ্য জানা গেছে।
জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ফিনল্যান্ড, এবং ডেনমার্ক স্বাক্ষরিত ওই নথিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা নীতিকে মানবিক সহায়তার জন্য দ্রুত সমন্বয় করা জরুরি। আগামী ২৭ জানুয়ারি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে বৈঠক করবেন।
নথিতে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল সহজতর করতে, উচ্চমূল্যের পণ্যের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা, তেল ও গ্যাস প্রযুক্তির রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আর্থিক লেনদেন পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
তবে বাশার আল-আসাদ প্রশাসন এবং তার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, নথিতে সতর্ক করে দেওয়া হয়েছে যে যদি মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান নিশ্চিত না হয়, তাহলে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনের নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করেছিল। এর উদ্দেশ্য ছিল মানবিক সহায়তা সহজতর করা।
ইইউর নীতি পুনর্বিবেচনা প্রসঙ্গে জানা গেছে, ইসলামপন্থি হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) বিদ্রোহের মাধ্যমে প্রেসিডেন্ট আসাদের অপসারণের পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এইচটিএসকে যুক্তরাষ্ট্র, ইইউর বেশিরভাগ দেশ, এবং জাতিসংঘ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে মানবিক সহায়তা সহজতর হলেও, রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ অব্যাহত থাকবে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরে প্রস্তুত রাশিয়া-ইরান ।
আরইউএস