এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট হয়েছে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের তত্বাবধানে দাখিলের শিক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করে।
বক্তারা বলেন, এ মাদ্রাসা বিগত সরকারের আমলে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ট্যাগ দিয়ে মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়নি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় ৩৮জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ উত্তির্ণ হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১১ জনের মধ্যে এ প্লাস পেয়েছে ৭জন এবং এ পেয়েছে ৪জন। মানবিক বিভাগে ২৭জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এ প্লাস ২, এ ১৪, এ মাইনাস ৮ ও বি গ্রেড পেয়েছে ৩ জন।
সোমবার দুপুরে মাদ্রাসা হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মো: আব্দুল হক এর সভাপতিত্বে ও ভাইস- প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাঈল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো: আব্দুল মান্নান,
মৌলভীবাজার ইসলামী সোসাইটির ভাইস চেয়ারম্যান মো: শাহেদ আলী, এডভোকেট মোস্তাক আহমদ মম, ডা: ফয়ছল উদ্দিন, আহমেদ ফারুক, আজিজ আহমদ কিবরিয়া, হাফিজ তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুছ নোমান প্রমখ।