সুদানের রাজধানী খার্তুম এবং আশপাশের এলাকায় সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষের মধ্যে গোলাবর্ষণে অন্তত ১২০ জন নিহত হয়েছেন।
সোমবার (১৪ জানুয়ারি) এ বিক্ষিপ্ত গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা ওম্বাদা ইমার্জেন্সি রেসপন্স রুম।
খার্তুমের পার্শ্ববর্তী পশ্চিম ওমদুরমান শহরে নীল নদের তীরবর্তী এলাকাগুলোতে গোলাবর্ষণ চালানো হয়। হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন। তবে কোন পক্ষ এই হামলা চালিয়েছে, তা নির্দিষ্টভাবে জানানো সম্ভব হয়নি।
উদ্ধারকারীদের মতে, আহতদের চিকিৎসায় স্বাস্থ্যকর্মীরা ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছেন। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। সেনাবাহিনী ওমদুরমানের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও, আরএসএফ খার্তুমের উত্তরাঞ্চলসহ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দখলে রয়েছে।
খার্তুমের বাসিন্দারা জানিয়েছেন, গোলাবর্ষণের ঘটনায় বোমা ও কামানের গোলার ধ্বংসাবশেষ তাদের ঘরবাড়ি এবং বেসামরিক নাগরিকদের আঘাত করছে। এতে স্থানীয়দের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সুদানের এই দীর্ঘস্থায়ী সংঘাত এবং বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে।
আরইউএস//বিএন