বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালীন আলোচনায় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ও পেশাদারিত্বের ব্যাপক প্রশংসা করা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাক্ষাতে আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন। তিনি চলমান শান্তিরক্ষা মিশন ও ইন এইড টু সিভিল পাওয়ারে নিযুক্ত সেনা সদস্যদের কর্মকাণ্ডকেও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আশ্বস্ত করেন যে, ভবিষ্যতেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকবে। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রতিশ্রুতি অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন।