এবারের হজ্জ যাত্রায় সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত বুধবার (২ জুন) ৬৩ বছর বয়সী হজযাত্রী মমতাজ বেগম মক্কায় মারা যান। এ নিয়ে এবার বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেছেন। আজ বৃহস্পতিবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, এখন পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছে ১৬২টি ফ্লাইট।
গত ৯ মে শুরু হয় হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে।