হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং তাঁর স্ত্রী ছাম্মী আক্তারের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন আদালত।
দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমানের করা আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ও তাঁর স্ত্রী দেশ ত্যাগের পরিকল্পনা করছেন, যা অনুসন্ধানে বিঘ্ন ঘটাতে পারে। এজন্য বিদেশযাত্রা বন্ধ করা জরুরি বলে জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং ২৮ অক্টোবর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে তাকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।